সিটি মেয়রের সাথে আইনজীবী সমিতির সাক্ষাত

0

সিটি নিউজ ডেস্ক :  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আইনজীবীরা সমাজের সচেতন ও অগ্রসর ব্যক্তি। সমাজকে সমৃদ্ধকরার জন্য আইনজীবীরা এগিয়ে আসলে দেশ সমৃদ্ধ হবে। জাতি হিসেবে আমরা গর্বিত হবো। তিনি বলেন, দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা সব সময় অগ্রনী ভূমিকা পালন করে। মেয়র আইনজীবীদের নিয়মিত পৌরকর প্রদানে আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি আইনজীবী ভবনের সামনে সৌন্দর্যবর্ধন, কোর্ট বিল্ডিং এর পর্যাপ্ত আলোকায়নের ব্যবস্থা এবং আগামী মাসের মধ্যে আইনজীবী ভবনে দুইটি লিফট স্থাপন করে দেবে বলে আইনজীবী নেতৃবৃন্দকে আশ্বাস দেন।

আজ বৃহস্পতিবার ২০ সেপ্টেম্বর বিকালে চসিক কনফারেন্স হলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. ইফতেখার সাইমুল চৌধুরীর নেতৃত্বে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করতে এলে মেয়র এ কথা বলেন।

এ সময় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চসিক প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, আইনজীবী সমিতির সহ-সভাপতি এড. সুরুজ জামাল, সাধারণ সম্পাদক এড. নাজিম উদ্দিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক এড. এয়াছিন চৌধুরী খোকন, পাঠগার সম্পাদক এড. নুরুল কবির এরফান, সাংস্কৃতিক সম্পাদক এড. হাসনা হেনা, আইটি বিষয়ক সম্পাদক এড. রাশেদুল আলম রাশেদ, সদস্য এড. সেলিনা আক্তার, এড. আকিব চৌধুরী, এড. এনামুল হক, এড. ফারহানা রবিউল লিজাসহ অন্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.