বোয়ালখালীতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি দাবি, ইউপি চেয়ারম্যানের

0

বোয়ালখালী প্রতিনিধি,সিটি নিউজ: বোয়ালখালীতে গত দশ বছরে কাক্সিক্ষত উন্নয়ন হয়নি বলে দাবি করেছেন উপজেলার শাকপুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাজী আবদুল মান্নান মোনাফ। তিনি শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ দাবি করেন। তিনি বলেন, গত দশ বছরের আশানুরূপ উন্নয়ন হয়নি বোয়ালখালীতে। বাস সার্ভিস বন্ধ তারপরও রাস্তাঘাটের বেহালদশা। শাকপুরা ইউনিয়নের রাস্তাঘাট প্রায়ই চলাচল অযোগ্য হয়ে পড়েছে। পরিণত হয়েছে মাদক ব্যবসায়ীদের অভ্যয়ারণ্যে।

এর জবাবে পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন বলেন, উন্নয়নের ৩০ ভাগ কাজ করেন স্থানীয় এমপি। বাকি ৭০ভাগ সরকারের বিভিন্ন দপ্তর করে থাকে। এসব দপ্তরের সাথে যোগাযোগ রাখতে হবে। বসে থাকলে তো উন্নয়ন হবে না। উন্নয়নের যথাযথ দপ্তরে তদবিরও করতে হয় বলে জানান তিনি।

মাদকের ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে পুলিশ। মাদকসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে স্ব-স্ব অবস্থান থেকে সকলকে সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আতাউল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হক্কানী, মহিলা ভাইসচেয়ারম্যান শাহিদা আকতার শেফু, ওসি তদন্ত মাহবুবুল আলম আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক জহিরুল আলম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা এস.এম সেলিম, আ’লীগ নেতা রেজাউল করিম বাবুল, পৌর প্যানেল মেয়র এস.এম মিজানুর রহমান, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, শামীম আরা বেগম, ইউপি চেয়ারম্যান মো. মোকারম, এস.এম জসিম, কাজল দে ও আবু তাহের।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.