ছাত্রলীগ নেতা দিদার হত্যার প্রতিবাদে বিক্ষোভ

0

সিটি নিউজ ডেস্ক :: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এর আওতাধীন ১৪ নং লালখান বাজার ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় এবং সাংগঠনিক ছাত্র রাজনীতির মডেল শহীদ ছাত্রনেতা দিদারুল আলম দিদারকে গত ২৯শে সেপ্টেম্বর বিকেলে নির্মমভাবে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে লালখান বাজার কুখ্যাত সন্ত্রাসী আবুল হাসনাত বেলাল ও তৌহিদ গং এর সন্ত্রাসীরা। এরই প্রতিবাদে নগরীর ইস্পাহানী চত্বরে বিক্ষোভে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন ওয়ার্ড ছাত্রলীগনেতা দ্বীন ইসলাম ও সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের সদস্য মোরশেদ আলম বাবলু।

বিক্ষোভ সমাবেশে ক্ষোভ জানিয়ে সাবেক ও বর্তমান ছাত্রনেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিক্ষোভ সমাবেশে একাত্মতা প্রকাশ করে, চট্টগ্রাম-১০ আসনের সাংসদ ডাঃ আফছারুল আমীন এমপি বলেন, নির্বাচন পূর্বে ছাত্রলীগের নেতা দিদারুল আলম দিদারের নিশৃংস হত্যা কোনভাবেই কাম্য নয়। খুনী যেই হোক সে আইনের উর্দ্ধে নয়। তিনি প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দেন খুনীদের গ্রেপ্তারের জন্য।

বিক্ষোভ সমাবেশ শেষে শহীদ দিদারের নামাজের জানাযা অনুষ্ঠিত হয় এবং মরহুমের দাফন পরবর্তী নগরীর ওয়াসা ও জিইসি মোড়ে বিক্ষোভ মিছিল হয়। এতে উপস্থিত ছিলেন- লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর এ.এফ. কবির আহমেদ মানিক, ৩১নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মমিনুল হক, লালখান বাজার ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছিদ্দিক আহম্মেদ, সিটি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি সাদেক হোসেন পাপ্পু, সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সিটি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মাসুদ করিম টিটু, লালখান বাজার ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মাহবুব আলম, জাহিদুল কবির নিপু, আমিন বিন আব্দুল্লাহ, এডভোকেট আব্দুল্লাহ আহসান পিকু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য পুলক খাস্তগীর, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল টিপু, সাবেক ছাত্রনেতা জাবেদুল আলম সুমন, মহানগর যুবলীগ নেতা এম.এম. মহিউদ্দীন, মহানগর যুবলীগ নেতা আজমল হোসেন হিরু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইয়াছিন আরাফাত, সিটি কলেজ ছাত্রসংসদের ভিপি আবু তাহের, লালখান বাজার ওয়ার্ড যুবলীগ নেতা মাঈনউদ্দিন হানিফ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য পাভেল ইসলাম, সুজায়মান বড়–য়া জিতু, সনেট চক্রবর্ত্তী, শামীম, মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক হুমায়ুন, সদস্য রিদওয়ানুল কবির সজীব, সিটি কলেজ ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান জেবিন, সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিন, চট্টগ্রাম কলেজ যুবলীগ নেতা জাকির, ছাত্রলীগ নেতা মাঈনুল ইসলাম সাকিব, ফয়সাল প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.