চট্টগ্রাম কলেজে ফের উত্তেজনা

0

নিজস্ব প্রতিবেদক:: কিছুদিন শান্ত থাকার পর ফের উত্তপ্ত চট্টগ্রাম কলেজ। ছাত্রলীগের কমিটি নিয়ে পদ পাওয়া ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষই একে অপরের দিকে ইট পাটকেল ছুঁড়ে মারে। এ ঘটনায় পুলিশের এক সদস্যও আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসের ভেতর ঘটনার সূত্রপাত হয়।

আহত পুলিশ সদস্য হলেন মো. রেজাউল (২৫)।

ছাত্রলীগ সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম কলেজের মনোবিজ্ঞান বিভাগের সামনে মিছিল বের করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এর কিছুক্ষণ পর কলেজের বাংলা বিভাগের সামনে থেকে পদ পাওয়া নেতাকর্মীরাও মিছিল বের করেন। দুই পক্ষ মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় ইটপাটকেলের আঘাতে ওই পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় পুলিশের এক সদস্য সামান্য আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

প্রায় ৩৪ বছর পর গত ১৭ সেপ্টেম্বর  মাহমুদুল করিমকে সভাপতি এবং সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ২৫ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

এর পর থেকে কমিটি বাতিল চেয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা আন্দোলন করে আসছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.