চট্টগ্রামে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় চসিকের ট্রেড-লাইসেন্স সেবা প্রশংসিত

0

সিটি নিউজ ডেস্ক :   চট্টগ্রামে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় বাংলাদেশ সরকারের উন্নয়নের অগ্রযাত্রার অংশীদারী প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টলে গ্রুপ-“চ”শনিবার ৬ অক্টোবর দুপুর ১টা হতে ৫টা পযর্ন্ত নিম্নলিখিত কর্মকর্তা/কর্মচারীগণ যথাক্রমে মোঃ শাহ আলম কর কর্মকর্তা (ভারপ্রাপ্ত), আজিজ আহমদ চৌধূরী, উপ-কর কর্মকর্তা, সার্কেল-৪,মহিউদ্দিন আহমদ সরওয়ার চৌধূরী,উপ-কর কর্মকর্তা সার্কেল-১,হারুন আল রশিদ লাইসেন্স ইন্সপেক্টর,সার্কেল-৫,এর উপস্থিতিতে ১৫৬টি ট্রেড-লাইসেন্সের যথাযথ ফিঃ ৫,৮২,৪৫৫/-(পাঁচ লক্ষ বিরাশি হাজার চারশত পঞ্চান্ন) টাকা আদায় পূর্বক তাৎক্ষনিকভাবে সম্মানিত ব্যবসায়ী ভাইদের নিকট লাইসেন্স প্রদান করেন।

এদিকে,৫ অক্টোবর শুক্রবার সকাল ৯টা -দুপুর ১টা পর্যন্ত কর কর্মকর্তা মোঃ জানে আলম,মোঃ ইউছুপ, উপ-কর্মকর্তা মোঃ আতিকুর রহমান,লাইসেন্স ইন্সপেক্টর সাজ্জাদ মাহমুদ রাজস্ব সার্কেল-৭ এর উপস্থিতিতে ৫৭ টি ট্রেড-লাইসেন্স নবায়ন বাবদ ফিঃ ২০৫০০০/- নতুন ৪ টি ৭০০০/-সপ সাইন ৬১ টি ৪৩৮০০/-সর্বোমেট আদায় ২,৫৫,৮৪০/-আদায় পূর্বক তাৎক্ষনিকভাবে সম্মানিত ব্যবসায়ী ভাইদের নিকট লাইসেন্স প্রদান করায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে মেলায়।

উন্নয়ন মেলায় আগত ব্যবসায়ীগণ উক্ত সেবাকে অভিনন্দন জানিয়ে চসিক মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.