চট্টগ্রামে পাঠাও-উবার রাইডার এসোসিয়েশনের বিক্ষোভ

0

সিটি নিউজ,চট্টগ্রাম : হঠাৎ করে রাইড শেয়ারিং এপস পাঠাও চট্টগ্রামের রাইডার থেকে প্রতিশ্রুত ২০ শতাংশের অতিরিক্ত ৮ শতাংশ কমিশন কাটা শুরু করেছে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়ায় গত ৭ তারিখ রবিবার থেকে। রাইডাররা বিষয়টি বুঝতে না পেরে পাঠাও সার্পোট অফিসে গেলে তাদেরকে সঠিক কোন জবাব দিতে পারে নি পাঠাও এর এক্সিকিউটিবগণ। উল্টো রাইডারদের সাথে অশোভনীয় আচরণ করেন।

বিষয়টি চট্টগ্রামের পাঠাও এবং উবার রাইডারদের সংগঠন ফ্রীল্যান্স রাইডারস এসোসিয়েশনের দৃষ্টিগোচর হলে সংগঠনের প্রতিনিধিসহ প্রায় শতাধিক রাইডার ১০ অক্টোবর বুধবার বিকেল ৪ টায় নগরীর ফিনলে স্কয়ারের পাঠাও অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন।

পরিস্থিতি মোকাবেলায় পাঠাও এর এক্সিকিউটিবগণ ফ্র্যাকের প্রতিনিধিগণের সাথে আলোচনার প্রস্তাব দেন। প্রস্তাবে সাড়া দিয়ে র্দীঘ এক ঘন্টা আলোচনা করেন উভয়পক্ষ। আলোচনায় অভিযোগসমূহ স্বীকার করেন পাঠাও এক্সিকিউটিবগণ এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে সমাধানের আশ্বাস দেন। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.