শরণার্থীদের পাশে ফরাসি তারকা পিএসজি

0

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, পর্তুগিজ ক্লাব পোর্তো, রোমা ও জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের পর এবার শরণার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

সিরিয়াসহ অন্যান্য দেশের শরণার্থীদের সাহায্যের জন্য এক মিলিয়ন ইউরো দেয়ার ঘোষণা দিয়েছে ধনকুবের ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ কোটি ৭৭ লাখ টাকা।

বুধবার এর সত্যতা নিশ্চিত করে পিএসজি তাদের নিজস্ব ওয়েবসাইটে জানায়, ‘আমাদের চ্যারিটি ফাউন্ডেশন ফ্রেঞ্চ পপুলার রিলিফ ও জাতিসংঘের ইউএসসিএইচআর’র মাধ্যমে শরণার্থীদের সাহায্য করার জন্য ১ মিলিয়ন ইউরো দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা ইতোমধ্যে ফ্রান্সের অসহায় শিশুদের সাহায্যে অনেক কাজ করেছি। এবার আমরা শরণার্থীদের সাহায্যে এগিয়ে আসতে চাই।’

এদিকে শরণার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও। উয়েফা জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের প্রত্যেকটি বিক্রিত টিকিটের মূল্য থেকে ১ ইউরো করে কেটে নেয়া হবে, যা শরণার্থীদের সহায়তায় দেয়া হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.