কাদের সিদ্দিকীর বাসায় ড. কামাল

0

সিটি নিউজ ডেস্কঃঃ  কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় নৈশভোজে অংশ নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

বুধবার (৩১ অক্টোবর ) রাত পৌনে ৯টায় কাদের সিদ্দিকীর মোহাম্মদপুরের বাসায় যান ড. কামাল হোসেন। নৈশভোজে অংশ নেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী ও মোস্তাফা মোহসীন মন্টু।

গতকাল মঙ্গলবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কাদের সিদ্দিকীর বাসায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন জানান জাতীয় ঐক্যফ্রন্টকে নীতিগত সমর্থন দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদির সিদ্দিকী।

ড. কামাল হোসেন বলেন, আমরা সরকারকে সংলাপের প্রস্তাব দিয়েছিলাম। আমরা যাচ্ছি সংলাপে। সবাই মিলে চেষ্ঠা করবো অর্থপূর্ণ আলোচনা করতে যেনো অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে অগ্রগতি লাভ করতে পারি।

তিনি বলেন, ২০১৪ সালে একটা নির্বাচন হয়েছিল প্রয়োজন মেটানোর জন্য। ৫ বছর কেটে গেছে এখন তো আর সময় নেই। আমরা যদি সময় মতো নির্বাচন করতে না পারি তাহলে শূন্যতা সৃষ্টি হবে।

কাদের সিদ্দিকীর জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, উনার (কাদের সিদ্দিকী) কাছ থেকে নীতিগত সমর্থন পেয়েছি।

এর আগে কাদির সিদ্দিকী বলেন, আমরা দেশে একটি অর্থবহ পরিবর্তন চাই। ড. কামাল হোসেনরা যে যাত্রা শুরু করেছেন। তাতে আমরা চিন্তা করছি আমাদের কি করণীয়। ৩ নভেম্বর জেল হত্যা দিবসে আমরা একটি আলোচনা সভা করবো। সেখানে ড. কামাল হোসেন প্রধান অতিথি থাকবেন। আসম আব্দুর রর, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহসহ অনেকেই থাকবেন। সভা আমরা দলের মতামত ব্যক্ত করবো।

কাদের সিদ্দিকীর বাসায় নৈশভোজে অংশ নেন, কামাল হোসেন, আসম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.