গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবী

0

সিটি নিউজ ডেস্কঃঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক খায়েজ আহম্মদ মজুমদার বরাবরে চলমান গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে  বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গর্ভনর ও চট্টগ্রাম অঞ্চলের সভাপতি আমিনুল হক বাবুর নেতৃত্বে মানবাধিকার নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক নোমান উল্লাহ বাহার, অর্থ সম্পাদক শেখ ওয়ালিদ হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ দীপক বড়ুয়া প্রমুখ।

স্মারকলিপি প্রদানকালে আমিনুল হক বাবু বলেন, নগরবাসির দৈনন্দিন জীবন-যাপনের অন্যতম অনুসঙ্গ গ্যাস। যে গ্যাসের উপর নির্ভর করে মানুষের জীবন-যাপন পরিচালনা। বন্দর নগরী চট্টগ্রামের প্রায় অধিকাংশ এলাকায় সাম্প্রতিক সময়ে গ্যাস সংকটে জনদূর্ভোগ চরমে। বিশেষ করে বাসাবাড়ীতে গ্যাস সংকটে মানুষ চরমভাবে বিপর্যস্ত।

অনেক বাসাবাড়ীতে নির্দিষ্ট সময়ে গ্যাস মোটেও থাকেনা আবার কোন কোন জায়গায় গ্যাস থাকলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। সরকার গ্যাস সংকট নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় এলএনজি আমদানী এবং বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরেও চট্টগ্রামের আবাসিক পার্যায়ে গ্যাস সংকট অনভিপ্রেত। দ্রুতগতিতে গ্যাস সরবরাহ নিশ্চিতের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার দাবী জানান নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.