বাসা ভাড়া দিতে না পারায় গৃহবধূর আত্মহত্যা

0

সিটিনিউজবিডি : হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জাহানারা বেগম (২২) নামে এক গৃহবধু। জানা যায় স্বামী বাসা ভাড়া দিতে না পারায় আত্মহত্যা করেন তিনি। শুক্রবার সকাল নয়টার দিকে শফি কলোনির বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত জাহানারার স্বামী শামসুদ্দিন ভূট্টো পেশায় ‍একজন সিএনজি অটোরিকশা চালক। জাহানারার স্বামীর বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার মোহাম্মদপুর ও নিজ বাড়ি নোয়াখালীর চর জব্বার এলাকায়।

হাটহাজারী থানার উপ পরিদর্শক মো. ইকতার মিয়া বলেন, ‘শামসুদ্দিন ও জাহানারা গতবছর প্রেম করে বিয়ে করে নোয়াখালী থেকে হাটহাজারী চলে আসে। এরপর তারা শফি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। শফি কলোনিতে তাদের দুই মাসের ভাড়া বাকি ছিল। এ নিয়ে বাসার মালিক বারবার ভাড়া দেওয়ার তাগিদ দেন। কিন্তু ভাড়া দিতে না পারায় শামসুদ্দিন ও জাহানারার মধ্যে ঝগড়া হয়। রাতে শামসুদ্দিন অটোরিকশা চালানোর জন্য বাইরে গেলে জাহানারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ’

ময়না তদন্তের জন্য লাশ চমেক মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.