সিরিজ জয়ে চোখ অস্ট্রেলিয়ার

0

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে দুর্দান্ত প্রতাপে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। তৃতীয় ওয়ানডেতে ইংলিশদের হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয়ার সুযোগ ছিল স্টিভেন স্মিথের দলের সামনে।

তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি অসিরা। স্বাগতিকদের কাছে বড় ব্যবধানে হেরে বসে অস্ট্রেলিয়া। শুক্রবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে ইংল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প ভাবছে না এউইন মরগ্যানের ইংল্যান্ড।

মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্টিভেন স্মিথের দল। শুক্রবার হেডিংলিতে চতুর্থ ওয়ানডেতে জিততে পারলেই সিরিজ জয় নিশ্চিত হবে অসিদের।

ইনজুরির কারণে ক্রিস ওকস দল থেকে ছিটকে পড়ায় শুক্রবার ইংল্যান্ডের চতুর্থ ওয়ানডের দলে রিসে টপলে বা ডেভিড উইলি ঢুকতে পারেন। আবার মার্ক উডও ক্রিস ওকসের জায়গা নিতে পারেন। এছাড়া ইংলিশ একাদশে আর পরিবর্তনের সম্ভাবনা নেই।

অন্যদিকে দলের এক নম্বর বোলার মিচেল স্টার্ককে বিশ্রাম দেয়ার চিন্তা-ভাবনা করছেন অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যান। পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম তিনটি ওয়ানডেতেও খেলেন স্টার্ক। টানা ক্রিকেটের মধ্যে থাকায় তাকে বিশ্রাম দেয়ার পরিকল্পনা রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। স্টার্কের পরিবর্তে জন হেস্টিংস একাদশে ঢুকতে পারেন।

এদিকে ছোট একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন ইংলিশ পেসার স্টিভেন ফিন। শুক্রবার মাত্র দুটি উইকেট নিতে পারলেই ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করবেন তিনি। ৬৫ ওয়ানডেতে আপাতত ৯৮ উইকেট ফিনের।

ইংল্যান্ড (সম্ভাব্য): জেসন রায়, অ্যালেক্স হেলস, জেমস টেইলর, এউইন মরগ্যান, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, মঈন আলি, আদিল রশিদ, ডেভিড উইলি/মার্ক উড, লিয়াম প্লাঙ্কেট ও স্টিভেন ফিন।

অস্ট্রেলিয়া (সম্ভাব্য): অ্যারন ফিঞ্চ, জো বার্নস, স্টিভেন স্মিথ, জর্জ বেইলি, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, জন হেস্টিংস, জেমস প্যাটিনসন ও প্যাট কামিন্স।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.