নির্বাচনে সীমান্তে বিজিবি’র তৎপরতা বাড়াতে হবে

0

নিজস্ব প্রতিবেদক,সিটি নিউজ : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল ধরণের নিরাপত্তা জোরদার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে নজরদারি বাড়াতে হবে। গত একবছরে যতগুলো মামলা পেন্ডিং রয়েছে তা দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশ দিচ্ছি। সেইসাথে নির্বাচনে সহিংসতা ঠেকাতে সীমান্তে টহল বাড়ানোর ক্ষেত্রে বিজিবি’র তৎপরতা বাড়াতে হবে।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুর ১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন উপলক্ষে বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মাহবুবর রহমান, চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক এবং পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার আরও বলেন, নির্বাচন উপলক্ষে পুরো চট্টগ্রামকে কীভাবে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে যেভাবে কাজ করতে হয় সেভাবে পুলিশ, র‌্যাব এবং বিজিবির সদস্যরা করে যাবে। যাদেরকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে তাদের অস্ত্রসমূহ সুষ্ঠুভাবে ব্যবহার হচ্ছে কিনা, নাকি বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার হচ্ছে তা নিয়ে প্রশাসন সজাগ রয়েছে। তবে অবৈধ অস্ত্র উদ্ধারের কাজে আগেও যেমন প্রশাসন কাজ করছিল এখনো করছে।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, যেকোন নাশকতা ঠেকাতে সকল পুলিশ সুপারদেরকে সজাগ থাকতে বলা হয়েছে। নির্বাচন উপলক্ষে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে আমরা খেয়াল রাখছি।

সভায় পূর্ববর্তী মাসের টাস্কফোর্স এবং আইনশৃঙ্খলার উন্নতি, অবনতি নিয়ে আলোকপাত করা হয়।

সভায় আরো বক্তব্য রাখেন সিএমপি কমিশনার মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী, বিজিবির রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আদিল চৌধুরী, ডিজিএফআই’র অধিনায়ক বিগ্রেডিয়ার জেনারেল বশির আহমদ, কোস্টগার্ডের অধিনায়ক এস এম মঈন উদ্দিন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মো. সামছুল আলম, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, কাস্টম কমিশনার ড. একেএম নুরুজ্জামান, কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. মাহবুবুজ্জামান, এনএসআই’র অতিরিক্ত পরিচালক মো. তোফাজ্জল হোসেন, নৌবাহিনীর কমান্ডার লে. রথীন ইবনে ওয়াহিদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক জগলুল হোসেন, বিজিবি কক্সবাজার সদর রিজিয়নের প্রতিনিধি মো. কর্নেল মোহাম্মদ খালেদ, র‌্যাব-৭ এর উপ-পরিচালক মেজর মো. মেহেদী হাসান, রেলওয়ে পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার, ইসলাম চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবউদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম চেম্বারে সভাপতি মাহবুবুল আলম,জেলা ট্রাক-কাভার্ডভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের সভাপতি আবদুল মান্নান, এএসপি মোহাম্মদ ফরহাদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক গাজী গোলাম মাওলা, চট্টগ্রাম কলেজের অধ্যাপক মো. জসিম উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাসান মাসুদ প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.