ব্লগার হত্যা : আনসারুল্লাহ’র প্রধানসহ ৩ জনের রিমান্ড মঞ্জুর

0

সিটিনিউজবিডি : ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আবুল বাশারসহ গ্রেফতার হওয়া তিনজনকে ৭ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান। শুক্রবার বিকেলে ডিবি পুলিশ ওই তিনজনকে সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে বৃহস্পতিবার ভোর ৫টায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া অন্য দুই সদস্য হলেন- সংগঠনটির মিডিয়া শাখার সদস্য জুলহাশ বিশ্বাস ও জাফরান আল হাসান।

র‌্যাবের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, মুক্তমনা ব্লগের প্রধান সম্পাদক লেখক অভিজিৎ রায় এবং সিলেটে ব্যাংকার অনন্ত বিজয় দাশকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের বর্তমান প্রধানসহ তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, রমজান ও নাঈম নামের দু’জন অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.