তারানা হালিমকে ফোনে হুমকি

0

সিটিনিউজবিডি : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার সচিবালয়ে তার অফিসের টেলিফোন নম্বরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। অবৈধ ভিওআইপি ও অবৈধ সিম বন্ধে চলমান কার্যক্রম বন্ধ করতে তাকে এ হুমকি দেওয়া হয়।

টেলিফোনে তাকে বলা হয়, ‘আপনি অযথা কেন অবৈধ সিম নিবন্ধন ইস্যুতে লম্পঝম্প করছেন। এতো ফাস্ট চলছেন কেন? ধীরে চলুন।’

এর জবাবে তিনি বলেন, ‘আমি যা করছি প্রধানমন্ত্রীর নির্দেশে করছি। আপনার হুমকিতে কোনো কাজ হবে না।’

এ প্রসঙ্গে তারানা হালিম শুক্রবার দুপুরে মুঠোফোনে বলেন, ‘গতকাল এ ধরনের ফোন এসেছিল। আমাকে হুমকি দেওয়া হয়। তবে যত ধরনেরই হুমকি আসুক না কেন, আমি আমার কাজ করে যাব।’

তিনি আরো বলেন, ‘এই হুমকিতে আমি মোটেও উদ্বিগ্ন নয়, বিচলিতও নয়, বরং এতে আমার উৎসাহ আরো বেড়েছে। কেননা আমি যে উদ্দেশ্য নিয়ে কাজ করছি তাতে দেশ ও জনগণের কল্যাণ হবে। আর এতে অবৈধ কারবারীদের টনক নড়েছে।’

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে কি না এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কাছে র‌্যাবের অফিসার এসেছিলেন। তারা তথ্য নিয়ে গেছেন। আশা করি শিগগিরিই যে নম্বর থেকে ফোন এসেছে তা চিহ্নিত হবে। কারণ, গতকাল ওই টেলিফোনে তিনটি নম্বর থেকে ফোন আসে। তারমধ্যে দুপুরে আসা ফোনে হুমকি দেওয়া হয়।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.