চট্টগ্রামে ৬টি আসনে রিটার্নিং অফিসার নিয়োগ

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার রিটার্নিং অফিসার মো. আব্দুল মান্নান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নগরীর ৬টি সংসদীয় আসনের জন্য সহকারী রিটার্নিং অফিসার ও তাঁদের অধিক্ষেত্র নির্ধারণ করেছেন। সহকারী রিটার্নিং অফিসার ও তাঁদের অধিক্ষেত্র নিম্নরুপ :

ক) ২৮১ চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকায়- সহকারী রিটার্নিং অফিসার হচ্ছেন-১) সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা। অধিক্ষেত্র এলাকা সীতাকুন্ড উপজেলা, ২) থানা নির্বাচন অফিসার, পাহাড়তলী, অধিক্ষেত্র- চসিক ওয়ার্ড – ৯, ১০।

খ) ২৮২ চট্টগ্রাম-৫ নির্বাচনী এলাকায়- সহকারী রিটার্নিং অফিসার হচ্ছেন-১) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। অধিক্ষেত্র এলাকা হাটহাজারী উপজেলা, ২) থানা নির্বাচন অফিসার, পাঁচলাইশ, অধিক্ষেত্র- চসিক ওয়ার্ড-১, ২।

গ) ২৮৫ চট্টগ্রাম-৮ নির্বাচনী এলাকায়- সহকারী রিটার্নিং অফিসার হচ্ছেন- ১) বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা। অধিক্ষেত্র এলাকা বোয়ালখালী উপজেলা, ২) উপপরিচালক স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম। অধিক্ষেত্র এলাকা চসিক ওয়ার্ড- ৩-৭ পর্যন্ত।

ঘ) ২৮৬ চট্টগ্রাম-৯ নির্বাচনী এলাকায়- সহকারী রিটার্নিং অফিসার হচ্ছেন-১) উপপরিচালক স্থানীয় সরকার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম। অধিক্ষেত্র চসিক ওয়ার্ড- ২২, ২৩, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫। (২) থানা নির্বাচন অফিসার, বন্দর, অধিক্ষেত্র- চসিক ওয়ার্ড- ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১।

ঙ) ২৮৭ চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকায়- সহকারী রিটার্নিং অফিসার হচ্ছেন-১) অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ), চট্টগ্রাম। অধিক্ষেত্র চসিক ওয়ার্ড- ১১, ১২, ২৪, ২৫, ২৬। (২) থানা নির্বাচন অফিসার, কোতোয়ালী, অধিক্ষেত্র- চসিক ওয়ার্ড- ৮, ১৩, ১৪।

চ) ২৮৮ চট্টগ্রাম-১১ নির্বাচনী এলাকায়- সহকারী রিটার্নিং অফিসার হচ্ছেন-১) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চট্টগ্রাম। অধিক্ষেত্র চসিক ওয়ার্ড- ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১। (২) থানা নির্বাচন অফিসার, ডবলমুরিং, অধিক্ষেত্র- চসিক ওয়ার্ড- ২৭, ২৮, ২৯, ৩০, ৩৬।

সহকারী রিটার্নিং অফিসারদের মধ্যে সিনিয়র অফিসার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। বিজ্ঞপ্তি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.