সব ডিসি এসপিকে বদলী করার দাবী ২০ দলীয় জোটের

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের প্রশাসনে রদবদলের দাবি জানিয়েছে।

আজ রবিবার (২৫ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে ২০ দলীয় জোটের প্রতিনিধিদল ও নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে জোটের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

বৈঠক শেষে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ সাংবাদিকদের বলেন, আমরা সব জেলা প্রশাসক এবং এসপিকে বর্তমান কর্মস্থল থেকে অন্য জেলায় বদলির দাবি জানিয়েছি।বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ বিএনপি নেতা-কর্মীদের এবং নির্বাচনের সম্ভাব্য এজেন্টদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা তাদের বলেছি, আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যাবে না। অন্যথায় আমরা ধরে নেব যে, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। স্বচ্ছ নির্বাচনের জন্য এখনো দৃশ্যমান কোনো পরিবেশ তৈরি হয়নি।

অলি আহমদ আরো বলেন, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে অনেক গায়েবি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.