কক্সবাজারে বাবলুর বিরুদ্ধে কলাগাছ মিছিল

0

সিটি নিউজ, কক্সবাজারঃ  কক্সবাজার-৩ (সদর ও রামু) আসন মহাজোটের শরিক দল জাতীয় পার্টির প্রার্থী বাবলুকে অবঞ্চিত ঘোষনা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেন্দ্রীয়  আওয়ামী লীগ এ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে। এখানে জাপার প্রার্থী জিয়াউদ্দিন বাবলু। এ খবর এলাকায় পৌঁছার সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা বাবলুর বিরুদ্ধে কলাগাছ মিছিল করেন।

জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জাপার বহিরাগত প্রার্থীর পরিবর্তে আওয়ামী লীগের প্রার্থী দেয়ার দাবিতে কলাগাছ নিয়ে বিক্ষোভ করে বলেছেন তারা আওয়ামী লীগের বাইরের কেউকে গ্রহন করবেন না।

কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিমু চৌধুরী জানান, দুপুরের দিকে কক্সবাজার-৩ আসনে জাতীয় পার্টির জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে মহাজোটের মনোনয়ন দেয়ার খবরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। কক্সবাজার ও রামু উপজেলার প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীরা কলাগাছ নিয়ে বিক্ষোভ করেছেন। তারা জিয়া উদ্দীন আহমেদ বাবলুকে কক্সবাজারে অবাঞ্চিত ঘোষণা করেন। কক্সবাজার ৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন এমপি সরোয়ার আলম কমল।

এছাড়া প্রধান প্রধান সড়কের বিভিন্ন স্থানে একযোগে কলাগাছ রোপণ করেন। জিয়া উদ্দিন আহমেদ বাবলু চট্টগ্রামের বাসিন্দা। দশম সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রামের কতোয়ালী আসন থেকে সংসদ নির্বাচিত হন। এই আসনে এইবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান চৌধুরী নোওফেলকে প্রার্থী করা হয়েছে। তাই জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে কক্সবাজার-৩ আসন ছেড়ে দেয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.