হারাম শরিফে ক্রেন ভেঙে নিহত ১০৭ আহত ২৩৮ জন

0

মোরশেদ রানা, সিটিনিউজবিডিঃ পবিত্র মক্কা নগরীতে মসজিদুল হারামে ক্রেন ভেঙে অন্তত ১০৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে ।দুর্যোগ পূর্ণ আবহাওয়ার কারনে এই ক্রেন ভেঙ্গে পরার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ।

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের (মসজিদ আল হারাম) এর মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশি ৪০  জন সহ ২৩৮ জন গুরুতর আহতের খবর জানা গেছে , তবে এখন পর্যন্ত কোন বাংলাদেশী হাজির নিহতের খবর পাওয়া যায়নি । আহত ৭ জনের বাড়ি শরিয়তপুরে , আরও ১৫ জন বাংলাদেশী হাজি প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানাযায়।

FB_IMG_1441999707163

গত কাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার দিকে প্রচণ্ড ঝড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে। চলতি মাসের শেষ দিকে পবিত্র হজ পালনে লাখো মুসল্লি জড়ো হতে শুরু করেছেন মক্কায়। পবিত্র হজ পালনের জন্য।

  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। মক্কায় মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে থেকে প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। নামাজের পর থেকে ঝড়-বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে। সন্ধ্যা ৭টার দিকে ক্রেনটি হঠাৎ ছিঁড়ে পড়লে তার নিচে চাপা পড়ে কমপক্ষে ১০৭ জন নিহত হন। এদের মধ্যে অধিকাংশই হজযাত্রী।

উল্লেখ্য, এমনিতেই মসজিদ আল হারামে মুসল্লিদের ভিড় থাকে। এর মধ্যে হজ মৌসুম হওয়ায় শুক্রবার মুসল্লি সমাগম ছিল আরও বেশি। একসঙ্গে ২২ লাখ মুসল্লিকে জায়গা দিতে মসজিদ এলাকা ৪ লাখ বর্গমিটার বাড়ানোর কাজ চলছিল। এ কারণে মসজিদের বিভিন্ন দিকে ভারী ভারী ক্রেনে কাজ চলছিল। ওই ক্রেনগুলোর একটিই ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটলো। মসজিদের ছাদ ভেঙে  ক্রেনটি আছড়ে পড়ে মানুষের ভিড়ের উপর। মার্বেলের মেঝে রক্তে ভেসে যায়বলে জানায় প্রত্যক্ষদর্শীরা ।

এ দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মক্কারগভর্নর প্রিন্স খালেদ আল ফয়সাল। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত আহতদের জন্য শোকও জানিয়েছেন গভর্নর ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.