আ.লীগের প্রতি সমর্থন জানালেন দেড় শতাধিক সাবেক সামরিক কর্মকর্তা

0

সিটি নিউজ ডেস্ক : আওয়ামী লীগের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত দেড় শতাধিক সেনা কর্মকর্তা। আজ মঙ্গলবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ঐতিহ্যবাহী দলটির প্রতি তাদের সমর্থন জানান।

জানা গেছে, এদিন বিকেল ৪টা ২০ মিনিটে অনুষ্ঠানস্থল ব্যাংকুয়েট হলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গণভবনে পৌঁছান ১৫০-এর অধিক উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত সামরিক অফিসার। অবসরপ্রাপ্ত সামরিক অফিসাররা প্রধানমন্ত্রী ও তার দলের পাশে থাকতে চান। আগামী নির্বাচনী বাধা পার হতে তাদের পক্ষ থেকে সামগ্রিক সহায়তা আশ্বাস দেয়া হয় প্রধানমন্ত্রীকে।

বৈঠকে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান, যুগ্ম সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী প্রমুখ।

এর আগে অবসরপ্রাপ্ত সামরিক অফিসাররা গ্রুপে ভাগ হয়ে শেখ হাসিনাকে ফুলের তোড়া দিয়ে তার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

একাত্মতা ঘোষণা করা সশস্ত্র বাহীনির সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আহমেদ, মেজর জেনারেল জি এইচ মোর্শেদ খান, লেফটেন্যন্ট কর্ণেল সাইফুল হক, লেফটেন্যান্ট কর্ণেল খালিদ আযম, মেজর জেনারেল কাজী আশফাক, ব্রিগেডিয়ার জেনারেল এম এইজ সাদেক, মেজর মহসিন সিকদার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী মন্ডল, মেজর জেনারেল মোহাম্মদ আলী, মেজর জেনারেল শিকদার মো. শাহাবুদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হক প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.