মেয়রের সাথে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল’র মতবিনিময়

0

সিটি নিউজ ডেস্ক,চট্টগ্রাম : বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল(BHRCL) চট্টগ্রাম জেলার আহ্বায়ক কমিটির অনুমোদন কপি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন নিকট আজ বুধবার ৫ ডিসেম্বর দুপুর ২ টায় আন্দরকিল্লা নগর ভবনের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের আহ্বায়ক ওয়েল গ্রুপ এর পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সৈয়দ নজরুল ইসলাম, সদস্য সচিব জাফর ইকবাল, সদস্য আবছার উদ্দিন অলি, রেহানা বেগম ফেরদৌস চৌধুরী,মোঃ আসিফ ইকবাল, ডাঃ জামাল উদ্দীন।

মতবিনিময় সভায় মেয়র বলেন- মানবাধিকার চর্চা ও সংরক্ষনের ক্ষেত্রে এখন পর্যন্ত অসমাপ্ত রয়েছে বহু কাজ। মানবাধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণের ক্ষেত্রে আমাদের দায়িত্ব কর্তব্য অনেক। আমাদের সংবিধানে প্রতিটি মানুষের প্রতি ন্যায়সঙ্গত আচরণের বিধান রয়েছে। তাই এবার মানবাধিকার দিবসের অঙ্গীকার হোক আমাদের সম্পদ মেধা, শ্রম, সৃজনশীলতা ব্যবহার করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে গণমানুষের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলকে নিরলস ভাবে কাজ করে যেতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.