চন্দনাইশে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

0

শিক্ষাঙ্গণ: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতনের ওপর ধার্যকৃত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে চট্রগ্রামের চন্দনাইশে সড়ক অবরোধ করেছে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার সকাল১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বহনকারী গাড়ি ওই সড়ক অতিক্রম করে। মন্ত্রীর চন্দনাইশ অতিক্রমের পর শিক্ষার্থীরা এসে সড়কে অবস্থান নেয়।

আধা ঘণ্টা অবস্থানের পর পুলিশের হস্তক্ষেপে সকাল সোয়া ১১টার দিকে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

জেলা পুলিশের পটিয়া সার্কেলের এএসপি মো. শামীম হোসেন বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় এ সড়ক দিয়ে কিছুক্ষণ আগে লোগাহাড়া গিয়েছেন। এ খবর পাওয়ার পর শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। পরে পুলিশের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.