ফলমন্ডিতে ব্যবসায়ীদের সড়ক অবরোধ, প্রতিবাদ

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোডস্থ বিআরটিসি ফলমন্ডিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে আবদুর রহমান নামে এক ফল ব্যবসায়ী আহত হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীকে হামলা ও সন্ত্রাস,চাঁদাবাজির প্রতিবাদে আধাঘণ্টা সড়ক অবরোধ করে ব্যবসায়ীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মালেক চৌধুরী বলেন, ‘ইদু বাহিনীর সদস্য পরিচয়ে প্রায় ১০-১৫ জন এসে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ফলমন্ডিতে ভাঙচুর ও লুটপাট শুরু করে।’

তিনি আরো জানান, এসময় সন্ত্রাসীদের হামলায় আবদুর রহমান নামে এক ব্যবসায়ীর মাথায় আঘাত পেয়েছেন। এছাড়া আরেক ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৮৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দেয়ায় অবরোধ তুলে নেয়া হয়েছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘ফল ব্যবসায়ীদের উপর হামলার বিষয়টি জেনেছি, চাঁদা দাবির বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.