ডা: শাহাদাতের বাসায় পুলিশঃ মায়ের সংবাদ সম্মেলন

0

কারেন্ট টাইমসঃ গভীর রাতে পুলিশী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কারাবন্দি চট্টগ্রাম-৯ আসনের বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনের মা শায়েস্তা খাতুন।

আজ সোমবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর বাদশা মিয়া চৌধুরী রোড়স্থ ডা: শাহাদাতের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি অভিযোগ করেন, “গত রাত তিনটার দিকে বাসায় অনবরত কলিং বেল বাজতে থাকে। অসুস্থতার কারণে আমি ঘুমের ঔষধ খেয়ে ঘুমাই। এ অবস্থায় বাহিরে কে জিজ্ঞাসা করলে বলা হয় ‘আমরা পুলিশ’। আমি বললাম বাসায় দুই কাজের মেয়ে নিয়ে থাকি। ঘরে কোনো পুরুষ লোক নেই। ডা: শাহাদাতকে ধরে নিয়ে গেছেন। এরপরও কেন আসছেন। আমি দরজা খুলবো না। তারা বললো, আমরা প্রয়োজনে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করবো।

এরপর দরজা খুলে দিলে ৮-১০জন পুলিশ ঘরে প্রবেশ করে তল্লাশি করতে থাকে। এক পর্যায়ে তারা আমার বাসার দক্ষিণ পাশের বাথরুমে ভাংচুর চালায়। আমার কাজের মেয়েদের সাথে দুর্বব্যবহার করে। এক পর্যায়ে পুলিশরা আমি এবং আমার কাজের মেয়েদের থেকে সাদা কাগজে সই ও টিপ সই নেয়।”

তিনি সাংবাদিকদের কাছে আক্ষেপ করে বলেন, “আমার ছেলে জেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করছে। কোন ধরনের প্রচারণা আমরা চালাতে পারছি না। প্রতিনিয়ত দলের কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নির্বাচনী প্রচরণার কাজে ব্যবহৃত সিএনজি ভাংচুর ও ৫ জন কর্মীকে এ পর্যন্ত ছুরিকাঘাত করেছে। কোথাও একটি পোস্টারও লাগাতে দিচ্ছেনা। রাতের বেলায় পুলিশ নির্বাচনী কাজে নিয়োজিত কর্মীদের বাসায় গিয়ে তল্লাশি করছে।”

শায়েস্তা খাতুন প্রশ্ন রেখে বলেন এই ধরনের নির্বাচন আমার এই বার্ধক্য জীবনে দেখিনি। মানুষকে জিম্মি করে এই ধরনের নির্বাচন কেন? তিনি ডা: শাহাদাতের মুক্তি ও তার নির্বাচনী কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের প্রতি দাবি জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.