নির্বাচন উপলক্ষে শেখ হাসিনার ৫টি জনসভা, ১০টি ভিডিও কনফারেন্স

0

সিটি নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাছাড়া ১০ জেলার নির্বাচনি জনসভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন তিনি। আজ রোববার দুপুরে দলের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

বিপ্লব বড়ুয়া জানান, ‌‘২১ ডিসেম্বর রাজধানীর গুলশান, ২২ ডিসেম্বর সিলেট, ২৩ ডিসেম্বর রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জ এবং ২৪ ডিসেম্বর ঢাকার কামরাঙ্গীরচরে নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ’

এর বাইরে তিনদিনে ১০ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনি জনসভা করবেন আওয়ামী লীগ সভানেত্রী।

বিপ্লব বড়ুয়া জানান, ১৮ ডিসেম্বর বিকাল ৩ টায় শেখ হাসিনার বাসভবন সুধা সদন থেকে নড়াইলে মাশরাফি বিন মর্তুজা, কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম, বান্দরবানে বীর বাহাদুর উশৈসিং এর নির্বাচনি এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাবেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

৯ ডিসেম্বর বিকেল ৪ টায় র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্বাচনি আসন ব্রাহ্মণবাড়িয়ায়, কক্সবাজারে সাইমুন সিদ্দিক কমলের নির্বাচনি এলাকার, পিরোজপুরের শ ম রেজাউল করিম এবং চট্টগ্রামে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্বাচনি এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী।

২০ ডিসেম্বর বেলা ১১ টায় গাইবান্ধা-৫ আসনে ফজলে রাব্বী, জয়পুরহাটের আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহীর ওমর ফারুক এর নির্বাচনি এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

নির্ধারিত এলাকার নেতাকর্মীদের বাইরে ওই জেলার আওয়ামী লীগ ও মহাজোটের সকল নেতাকর্মীরা এসব সমাবেশে উপস্থিত থাকবে বলেও জানান বিপ্লব বড়ুয়া।

এর আগে গত ১২ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এদিন বিকেলে উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন তিনি। এর মধ্য দিয়েই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করেন শেখ হাসিনা।

এর পরের দিন গত ১৩ ডিসেম্বর টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা করেন প্রধানমন্ত্রী। এ সময় ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশ নেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.