উখিয়ায় শাহিনা আক্তারের নির্বাচনী জনসভা

0

শহিদুল ইসলাম উখিয়া (কক্সবাজার): কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যাগে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী শাহিনা আকতার চৌধুরী সর্মথনে এক বিশাল নির্বাচনী জনসভা আজ বিকালে উখিয়ার সোনার পাড়া উচ্চ বিদ্যালয় খেলা মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এস এম সৈয়দ আলম।প্রধান অতিথি আবদুর রহমান বদি বলেছন,আগামী ২৭ ডিসেম্বর কোট বাজার আওয়ামী লীগের জন সভা বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি।হাজার হাজার মানুষের প্রার্থনা নৌকা ছাড়া উপায় নাই, ইনশা আল্লাহ নৌকা মার্কার জয় হবে। বিগত দশ বছর পর্যন্ত উখিয়া -টেকনাফের সংসদ সদস্য ছিলাম।বিএনপি-জামাত অন্যান্য পাটির নেতাকর্মীদের মিথ্যা মামলা দেয়নি। তিনি আরো বলেন সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিলেন। আওয়ামী লীগের মনোনিত প্রার্থী শাহিনা আকতার বলেন, তাঁর স্বামী (আবদুর রহমান বদি)র অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে আগামী ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

এ বিশাল নির্বাচনী জন সভায় বক্তব্য দেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাংগীর কবির চৌধুরী,সাবেক উপজেলা চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, মেজর (অব) আবু তাহের,

উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু,উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক নুরুল হুদা, উখিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক রাসেল উদ্দিন চৌধুরী, জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড: রুহুল আমিন রাসেল, উখিয়া উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক ইমাম হোসেন,

কক্সবাজার জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোরশেদ হোসেন তানিম,জালিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইব্রাহীম আজাদ প্রমুখ। জালিয়া পালং ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল সহকারে জনসভায় যোগদান করছে। পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.