মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিচ্ছে ইসি

0

সিটি নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোটরসাইকেল ব্যবহার করে সাংবাদিকদের খবর সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা তুলে দিচ্ছেন। বিভিন্ন মহল থেকে এ বিষয়ে আলোচনা সমালোচনার পর নির্বাচন কমিশন (ইসি) নিষেধাজ্ঞাটি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোটরসাইকেলের ব্যাপারে আরো কিছু নিয়মনীতি দিয়ে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার করার অনুমতি দিচ্ছেন বলে জানা গেছে।

২১ ডিসেম্বর এক নীতিমালা জারি করে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞাটি দিয়েছিল। এর পর দেশের বিভিন্ন সংবাদিক সংশ্লিষ্ট সংগঠন, বুদ্ধিজীবীরা এর বিরোধিতা করেন।

মঙ্গলবার ইসির সঙ্গে বৈঠক করেও সিদ্ধান্তটির তীব্র প্রতিবাদ জানান সাংবাদিকরা। ফলে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন আজ বুধবার আলোচনায় বসে।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক আজ বুধবার বিকেলে জানান, নিষেধাজ্ঞা তুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কমিশনের কাছে বিষয়টি তোলা হয়েছে। এখন অনুমোদন হলেই নতুন আদেশ জারি করা হবে।

প্রসঙ্গত: আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.