‘জানোয়ার’ বলার ব্যাখ্যা দিলেন ড. কামাল

0

সিটি নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে পুলিশকে ‘জানোয়ার’ বলে সম্বোধন করেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমে আসলে দেশজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বুধবার দুপুরে মতিঝিলে নিজ চেম্বারে এ বিষয়ে কথা বলেন ড. কামাল। সাংবাদিকদের একজন তাকে প্রশ্ন করেন, ‘বিভিন্ন মিডিয়ায় এসেছে আপনি পুলিশকে “জানোয়ার” বলেছেন, এই কথাটি সত্য কি না।’

উত্তরে ড. কামাল বলেন, ‘ওই অর্থে’ তো বলি নাই, পুলিশ মানুষের মতো করে ভূমিকা রাখবে এটা আমরা সবাই আশা করি। ইনফ্যাক্ট আমি যখন সংবিধান লিখি তখন পুলিশকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশ ছাড়া একটা সাংবিধানিক শাসন কখনওই চলতে পারে না।

তিনি বলেন, ‘পুলিশকে আমি খুব মূল্য দেই, তারা শক্ত ভূমিকা রাখবে তাই আমরা আশা করি। আমার এমন কোন বক্তৃতা পাবেন না যেখানে আমি পুলিশের প্রশংসা করিনি। পুলিশের যে ইতিহাস ও ঐতিহ্য আমরা ধরে নিচ্ছি তারা সংবিধানের পক্ষে কাজ করবে।’

পুলিশের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আমার বাসা রাজারবাগ। ২৫ শে মার্চ রাতে আমি দেখেছি রাজারবাগ পুলিশ লাইন থেকে জয় বাংলা রণধ্বনিতে পুলিশ কীভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.