পৃথিবীর কোথাও শিক্ষায় ভ্যাট নেই – এমাজউদ্দীন আহমদ

0

ঢাকা অফিস  :    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপের বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ দাবি করেছেন, পৃথিবীর কোথাও শিক্ষায় ভ্যাট নেই। সরকার এসব পদক্ষেপ তখনই নেয় যখন তাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। সরকার ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’-এ রকম অবস্থায় চলে এসেছে। তিনি বলেন, সব জেলায় বিএনপির গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্ধারণ করা দরকার। এটাই একমাত্র পথ হওয়া উচিত।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখা হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে তিনিআরও বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যেভাবে বিচার চলছে, এটা অর্থপূর্ণ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অহিংস আন্দোলনের প্রশংসা করে তিনি বলেন, ‘পথটা আমাদের চেনা থাকল। বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের মতো, আঘাত দেয়ার, আগুন দেওয়ার দরকার নাই।

শুধু ঢাকার মধ্যে সীমিত রাখারও দরকার নাই। আজ শনিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.