মক্কায় অাহত ৪০জন বাংলাদেশি হাজি আশঙ্কামুক্ত

0

কামাল পারভেজ অভি,মক্কা  :  শুক্রবার মক্কা অঞ্চলে বায়ুর বেগ বেশি থাকায় মক্কার মসজিদুল হারামের নির্মাণ কাজের ক্রেন ভেঙে পড়ে আহত ৪০ বাংলাদেশি এখন অনেকটাই আশঙ্কামুক্ত।

তবে নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি না সে ব্যাপারে এখনো পর্যন্ত নিশ্চিত করে কোনো তথ্য জানা যায়নি।

আহতদের মধ্যে অন্তত ৪০ জন বাংলদেশি হজযাত্রী রয়েছেন বলে অামাদের প্রতিনিধিকে জানিয়েছেন মক্কাস্হ বাংলাদেশ হজ্জ মিশনের কনসাল (হজ) আসাদুজ্জামান।

তিনি জানান, আহতরা এখন আশঙ্কামুক্ত। এমনকি আশঙ্কাজনক অবস্থায় থাকা শরীয়তপুরে বেদরগঞ্জ উপজেলার চান চৌকিদারও এখন সুস্থ। তাকে হাসপাতা থেকে হোটেলে নেয়া হয়েছে বলে জানান হজ্জ কনসাল আসাদুজ্জামান।

উল্লেখ্য, মুসলমানদের অন্যতম পবিত্র স্থান মক্কার মসজিদুল হারামে শুক্রবার ক্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত হজযাত্রীসহ ১০৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আড়াইশ’য়ের মতো। নিহতদের মধ্যে কোনো বিদেশি রয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে আহতদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মালয়েশিয়ার নাগরিক রয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে জানা যায়।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জানিয়েছেন, প্রচণ্ড বাতাস ও ঝড়-বৃষ্টির কারণে ক্রেনটি পড়ে যায়। এ সময় মসজিদুল হারামে বহু মুসল্লি মাগরিবের নামাজ আদায় করছিলেন। ফলে হতাহতের সংখ্যা এতো বেশি হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.