চট্টগ্রাম ৮ আসনে বিজয়ের শেষ হাসি কে হাসবে

0

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রাম-৮ আসনে (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ একাংশ) ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও আলোচনায় রয়েছে নৌকা ও ধানের শীষ। এ আসনে শেষ হাসি কে হাসবে- তা নিয়ে ভোটারদের মাঝে কৌতুহলের শেষ নেই। প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা শেষ, চলছে ভোটারদের কেন্দ্রে টানার প্র¯‘তি। ৩০ ডিসেম্বর রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন।

সংসদীয় এ আসনের ১৭৭টি কেন্দ্রে ভোটার রয়েছেন ৪৮৩১৪৫জন। এরমধ্যে বোয়ালখালী উপজেলা অংশে ৬৯টি কেন্দ্রে ভোটার রয়েছেন ১৬৪১৩১জন।

ধানের শীষের বিজয়ে ভোট কেন্দ্রে জন জোয়ার নামবে বলে জানিয়েছেন বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। তিনি বলেন, দুশাসনের বিরুদ্ধে ব্যালেটের মাধ্যমে জবাব দেবে জনগণ।

প্রচার প্রচারণার শেষ সময়ে এ প্রার্থীকে নির্র্বাচনী এলাকায় নামতে দেখা যায়নি। পুলিশি গ্রেফতার আতঙ্কে নেতা কর্মী শূন্য হয়ে পড়েছেন বলে জানিয়েছিলেন তিনি। এছাড়া ধানের শীষের নির্বাচনী পোস্টার ছেঁড়া অভিযোগও এনেছিলেন তিনি।

নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে আবু সুফিয়ান বলেন, বিগত দিনের অবস্থান থেকে সরে এসে সুষ্ঠু শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন দেশবাসীকে উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। নির্বাচনে জয় পরাজয় থাকে। তবে একতরফা বিজয়ে আনন্দ নেই। ভোটারদের ওপর আস্থার কারণেই ভোট গণনার শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ইসলামী ফ্রন্টের প্রার্থী স.উ.ম. আবদুস সামাদ বলেন, নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা সৃষ্টি করার সাহস না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করছে একটি মহল। এ আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এ প্রার্থী বলেন, ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীক জনগণের আস্থা অর্জন করেছে।

প্রচার প্রচারণায় এগিয়ে থাকা মহাজোটের প্রার্থী মঈন উদ্দিন খান বাদল বিজয়ের মাসে নৌকায় ভোট দিয়ে এ দেশের উন্নয়ন অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, বোয়ালখালী উপজেলায় কোনো প্রার্থীর নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা সৃষ্টি হয়েছে এমন অভিযোগ পাওয়া যায়নি। উৎসব মুখর পরিবেশে ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা জোরদার রয়েছে।

এছাড়া এ আসনে নির্বাচনী মাঠে রয়েছেন, বাংলাদেশ কমিউনিষ্ট পাটি’র (সিপিবি) কাস্তে প্রতীকে সেহাব উদ্দীন সাইফু, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি’র (ন্যাপ) কুঁেড়ঘর প্রতীকে লায়ন বাপন দাশগুপ্ত, ইসলামি আন্দোলনের হাতপাখা প্রতীকে ডা. মোহাম্মদ ফরিদ খান, বিএনএফ’র টেলিভিশন প্রতীকে ইকবাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন সিংহ প্রতীকে এমদাদুল হক ও আপেল প্রতীকে হাছান মাহমুদ চৌধুরী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.