প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টার পুনঃনিয়োগ

0

সিটি নিউজ ডেস্কঃ মন্ত্রিসভায় চমক থাকলেও মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা বহাল রয়েছেন। পুরনো দায়িত্বেই তাদের রাখা হয়েছে। অনেকেই ধারণা করেছিলেন এবার প্রধানমন্ত্রী তাঁর উপদেষ্টা পরিষদও পরিবর্তন করবেন।

আজ সোমবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় তাদের নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা হলেন- এইচ টি ইমাম (রাজনৈতিক), ড. মসিউর রহমান (অর্থনৈতিক),  ড. গওহর রিজভী (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক), মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা বিষয়ক) ও ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক)।

গত ৭ জানুয়ারি তাদের উপদেষ্টা পদে চাকরি অবসান ও নিয়োগ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ৩বি(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে ৭ জানুয়ারি তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগপূর্বক করে দায়িত্ব অর্পণ করেছেন।

উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুসঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। তবে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিষয়ে কিছু বলা হয়নি প্রজ্ঞাপনে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.