যানবাহন নিয়ন্ত্রণের নামে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ 

0

কারেন্ট টাইমসঃ মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে যানবাহন নিয়ন্ত্রণের নামে ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবীতে চাকতাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিবাদ সভা করেছে।

শনিবার সন্ধ্যায় চাকতাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির কর্যকরী পরিষদের মাসিক নিয়মিত সভা আলহাজ্ব সোলায়মান বাদশার সভাপতিত্বে এহসান উল্লাহ জাহেদীর সঞ্চলনায় সমিতির কর্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তাদের আলোচনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৯ জননেত্রী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্ব পুনরায় সরকার গঠন করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন। সাথে সাথে দেশের বাণিজ্য রাজধানী চট্টগ্রামের বাণিজ্য বৈষম্য দূর করার জন্য জরুরী পদক্ষেপ নেওয়ার আহ্বান যানানো হয়।

গত ২৮-১২-২০১৭ সড়ক ও জনপদ বিভাগের অযৌক্তিক পদক্ষেপ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বারইয়ারহাট ওজন স্কেল বসিয়ে চট্টগ্রামের ব্যবসা নিয়ন্ত্রণ করা হয়েছে। অথচ দেশের আর কোন সড়কে এই অযৌক্তিক আইন প্রয়োগ হয় নাই। নতুনভাবে চট্টগ্রাম সি এম পি কর্তৃক সকাল ৮টা থেকে সন্ধ্যা ৮ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম মেট্রো এলাকায় পণ্যবাহি যান চলাচলের নিষেধাজ্ঞা নতুনভাবে বাণিজ্য প্রতিবন্ধকতায় মরার উপর খড়ার ঘা। দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চাকতাই খাতুনগঞ্জ এর ব্যবসার উপর দারুন প্রভাব পরিলক্ষিত হচ্ছে।

তাছাড়া বিগত দুই মাস যাবত ডলার সংকট এবং ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নির্ধারণ কৃত ডলারের মূল্য কোন বাণিজ্যিক ব্যাংক মানছে না। তারা ইচ্ছা মাফিক ডলারের মূল্য ৮৫-৮৬ এমনকি ৮৭ টাকা পর্যন্ত আমদানী কারক হতে আদায় করছে ফলে আমদানী কৃত পণ্য সাধারণ ভোক্তাদের বেশী দামে খরিদ করতে হচ্ছে।

দেশের অন্য অঞ্চলের সাথে পণ্যের দাম নির্ধারণে চট্টগ্রামের ব্যবসায়ীদের বৈষম্যের ফলে ব্যবসায়ীরা দারুণ ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন ব্যবসায়ী নেতারা। সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব মহিউদ্দিন, হাজী আলম, মো: শহীদুজ্জামান টিটু, মো: আহসান খালেদ, সজল মুহুরী, মো: মেহেদী হাসান, মো: তোফাজ্জল হোসেন, রাশেদুল আলম চৌধুরী, হাজী সাহাব উদ্দিন, মো: খায়রুল বশর, মো: মনির হোসেন গাজী, মিন্টু পোদ্দার প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.