সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে হিন্দু ঐক্যজোটের শোক

0

সিটিনিউজবিডি : সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ হিন্দু ঐক্যজোট। সোমবার (১৪ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জোটের পক্ষে এ শোক প্রকাশ করেন সংগঠনের চেয়ারম্যান প্রশান্ত কুন্ডু।

এতে বলা হয়, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম সৈয়দ মহসিন আলী ছিলেন মৌলভীবাজার জেলার মাটি-মানুষের অকৃত্রিম বন্ধু। একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ ও গণমানুষের নেতা হিসেবে তিনি মৌলভীবাজারসহ সিলেট অঞ্চলের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে গেছেন।

তার মৃত্যুতে শুধু সিলেটবাসী নয়, বাংলাদেশের মানুষ একজন স্বাপ্নিক রাজনীতিবিদ ও উন্নয়ন কর্মীকে হারালো। তার মতো সাহসী, জনদরদী ও প্রতিভাবান নেতার মৃত্যুতে বিশেষ করে সিলেটের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।

সৈয়দ মহসিন আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.