ক্রেন দুর্ঘটনা : ব্রিজ দিয়ে তাওয়াফ সাময়িক বন্ধ

0

মোরশেদ রানা, মক্কা : পবিত্র মক্কায় মসজিদুল হারাম শরিফে ক্রেন ভাঙ্গার পর ব্রিজের উপর দিয়ে কাবা শরীফ তাওয়াফ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ব্রিজের উপর দিয়ে তাওয়াফ বন্ধ করাতে হুইল চেয়ার ব্যাবহারকারী হাজিগন পড়েছেন চরম বিপাকে ! মসজিদুল হারাম ও মসজিদুল নববী বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার ক্রেন ভাঙ্গার কারণে সাময়িকভাবে ব্রিজটি বন্ধ রাখা হবে।

কাবা শরিফ সম্প্রসারণ প্রকল্পের নির্মাণ কাজে যুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাবা শরীফে তাওয়াফের সুবিধার্থে এই ব্রিজ তৈরি করা হয়েছে। এই ব্রিজ ব্যবহার করে প্রতি ঘণ্টায় ৩৫ হাজার মানুষ তাওয়াফ (কাবা শরীফ প্রদক্ষিণ) করতে পারেন।

এখনও এর সম্প্রসারণ কাজ চলছে। মাটি থেকে ৩৪ মিটার উঁচুতে তৈরি ওই ব্রিজটি চওড়া ১২ মিঃ। অসুস্থ ও বয়স্ক হাজিদের এবং হুইলচেয়ার ব্যবহারকারী হাজিদের বিশেষ সুবিধার্থে এই ব্রিজ ব্যবহার করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার ১১সেপ্টম্বর ২০১৫ইং কাবা শরীফের মসজিদুল হারামে ক্রেন ভেঙ্গে পড়ে ১০৮ জন হাজি নিহত হয়েছেন।২৩৮জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.