চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণার দাবি

0

কারেন্ট টাইমসঃ ঢাকাস্থ চট্টলা ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে আনুষ্ঠানিক ঘোষনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চট্টগ্রাম তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। অথচ চট্টগ্রামই দেশের অর্থনীতির সিংহভাগ অংশ গ্রহণ করে থাকে। তাই চট্টগ্রামকে সেই চক্ষে দেখা উচিত।

শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে ফাউন্ডেশনের উপদেষ্টা, বিসিএস শিক্ষা সমিতির সাবেক যুগ্ম মহাসচিব প্রফেসর ইউনুস হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ পদার্থবিজ্ঞানী প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মি. তপন কুমার নাথ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনোকোলজির সহকারী অধ্যাপক ডা: রেহানা আকতার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নী জেনারেল মিসেস আনিসুল মওলা আরজু, সুপ্রিম কোর্ট বার সমিতির সাবেক যুগ্ম মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম।

ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.এইচ. আরমান চৌধুরী কর্তৃক সঞ্চালিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ আতাউল্লাহ্ খান, প্রখ্যাত গজল সম্রাট চট্টগ্রামের কৃতি সংগীতজ্ঞ হাসান জামাল। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের গৌরবময় স্বীকৃতি স্বরূপ প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়াকে আজীবন সম্মাননা “চট্টলা পার্সোনালিটি এওয়ার্ড-২০১৯ (আজীবন)” এ ভূষিত করা হয়। এ ছাড়া স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রামের আরো নয় জন গুণীকে আজীবন সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠান পরবর্তী চট্টগ্রামের প্রখ্যাত শিল্পী শাহীন ও রুমী চাট্গাঁইয়া সংগীত পরিবেশন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.