প্রাইমারী প্রধান শিক্ষকদের বেতম ১০ম গ্রেডে 

0

সিটি নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতনস্কেল দশম গ্রেডসহ গেজেটেড পদমর্যাদা দেয়ার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। হাইকোর্টের এ রায়ের ফলে প্রাথমিকের ৬৫ হাজার ৫৯ জন প্রধান শিক্ষকের ভাগ্য ফেরার সম্ভাবনা দেখছেন আইনজীবীরা।

প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় ধরনের প্রধান শিক্ষকদের জন্য ২০১৪ সালের ৯ মার্চ থেকে এ আদেশ কার্যকর করার জন্য বলা হয়েছে।

আজ সোমবার (২৫ ফেব্রুয়ারী) এ সংক্রান্ত এক রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক বিনয় ভূষণ পাল বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দশম গ্রেডের পাশাপাশি সহকারী শিক্ষকরাও পাবেন ১২তম গ্রেড স্কেলে বেতন ভাতা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.