ডাকসু নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্রার্থী দের ভোট দিন

0

কারেন্ট টাইমসঃ আসন্ন ডাকসু নির্বাচনকে স্বাগত জানিয়ে উক্ত নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত প্যানেলে রেজাউনুল হক চৌধুরী শোভন (ভি.পি) গোলাম রাব্বানী (জি.এস) সাদ্দাম হোসেন (এ.জি.এস) প্রার্থী মনোনীত হওয়ায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু করে নিউ মার্কেট অতিক্রম করে কোতোয়ালী থানা মোড়ে গিয়ে সমাপ্ত হয়।

আজ সোমবার বিকেলে চট্টগ্রাম নগর ছাত্রলীগ আয়োজিত মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সহ-সভাপতি একরামুল হক রাসেল, নাঈম রণি, রুমেল বড়ুয়া রাহুল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, আমির হামজা, সম্পাদক মন্ডলীর সদস্য আবু তারেক রণি, শাহরিয়ার হাসান, আবুল মনছুর টিটু, ফয়সাল বিন নিজাম, আবু হানিফ রিয়াদ, কাজী মাহামুদুল হাসান রনি, ছাত্রীবিষয়ক সম্পাদিকা পিংকী সাহা, জেরিনা সুলতানা চুমকি, সদস্য মাহামুদুল রশিদ বাবু, জাকেরিয়া হাবিব, শেখর দাশ, মোশরাফুল হক চৌধুরী পাভেল, আরাফাত রুবেল, মিজানুর রহমান মিজান।

আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি কমল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ কবির, এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা শরফুল আলম জুয়েল, তোফায়েল আহমেদ মামুন, এম.এ হাসান আলী, সিটি কলেজ ছাত্রলীগ নেতা সাইফুদ্দীন সাইফ, মহসীন কলেজ ছাত্রলীগ নেতা কাজী নাঈম, মিজানুর রহমান, মোস্তফা হাকিম কলেজ ছাত্রলীগ নেতা সামির আকাশ, বায়েজীদ থানা ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ ফয়সাল, রাজীব কুমার শীল, আকবর শাহ ছাত্রলীগ নেতা জুয়েল ছিদ্দিকী, ডবলমুরিং ছাত্রলীগ নেতা রাকিব হায়দার, ওমর ফারুক, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা নূর নবী সাহেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তরা বাংলাদেশের ছাত্রদের মাঝে মুক্তিযুদ্ধের আদর্শ ছড়িয়ে দিতে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা এবং ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করতে শোভন-রাব্বানি-সাদ্দাম পরিষদকে মূল্যবান ভোট দেয়ার আহ্বান জানানো হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.