ঈদ উপলক্ষে ফাঁকা হতে শুরু করেছে চবি ক্যাম্পাস

0

চট্টগ্রাম অফিস : পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে ফাঁকা হতে শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঈদের আনন্দ প্রিয়জনের সাথে ভাগাভাগি করে নিতে ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।

আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে ঈদ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (তথ্য) ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। তবে বিভিন্ন বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরিবহন সমস্যা এড়াতে বন্ধ শুরুর আগেই বাড়ি চলে যাচ্ছেন অনেকে। ফলে অনেকটা ফাঁকা হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

চবি রেলস্টেশনে কয়েকজনের সাথে কথা বললে তারা বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে নিজ বাবা মা’র কাছে যাচ্ছি। বন্ধ পেয়ে আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না। তবে ক্যাম্পাসের বন্ধুদের জন্য মন খারাপ লাগবে। তারা আরও বলেন ‘মা-বাবা আত্মীয় স্বজনকে ছেড়ে হলে থাকি। ছুটি পেলেও পরীক্ষার কারণে অনেক সময় বাড়িতে যাওয়া হয় না।তাই বন্ধ পাওয়ার ঘোষনা শোনে আর যেন তস সয়তেছে না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.