বাংলাদেশের পাশে থাকবে ভারত

0

সিটি নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী বলেছেন,, রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে আছে ।

তিনি বলেন, ‘১০ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমন বাংলাদেশের জন্য একটি বোঝাস্বরূপ। আমরা এ ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছি। বিপুল সংখ্যক এসব বাস্তুচ্যুত রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় প্রদান করার এ মহান মানবিক ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছে।’

রবিবার জাতীয় সংসদ ভবনে সংসদ নেতার কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সব কথা বলেন রিভা গাঙ্গুলী।

পরে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলীকে উদ্বৃত করে সাংবাদিকদের এ সব কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ভারত-বাংলাদেশ উন্নয়ন সহযোগিতার প্রসঙ্গে রিভা গাঙ্গুলী বলেন, ‘এ ধরনের সহযোগিতার ক্ষেত্রে সবসময়ই উভয় পক্ষের জন্য একটি উইন উইন পরিস্থিতি বিরাজ করে।’

বাংলাদেশে নারীর ক্ষমতায়নের সাফল্যের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘আপনারা এক্ষেত্রে অতুলনীয় সাফল্য অর্জন করেছেন।’ দুই দেশের কানেকটিভিটির প্রসঙ্গে হাইকমিশনার বলেন, ‘এ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধিত হলে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হবে।’

বৈঠকে রিভা গাঙ্গুলী ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জ্ঞাপন করেন শেখ হাসিনাকে। এ সময় বাংলাদেশকে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র এবং উন্নয়ন অংশীদার হিসেবেও বর্ণনা করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত এক দশকে বাংলাদেশের চমকপ্রদ আর্থসামাজিক উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ এ সময়ের মধ্যে যে সব পরিবর্তন সাধিত হয়েছে এবং উন্নয়ন ঘটেছে তাতে আমি অভিভূত।’

এ সময় ‘ভারত-বাংলাদেশ যৌথ কমিশনকে কার্যকর করা হয়েছে’জানিয়ে এ বিষয়ে দিল্লি তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান হাইকমিশনার।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.