সিডিএ’র জলাবদ্ধতা প্রকল্প আশানুরুপ কাজ হচ্ছে না

0

কারেন্ট টাইমসঃ চট্টগ্রাম মহানগরীর মঙ্গলবার রাতে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে চসিক কাউন্সিলরদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (৩ মার্চ) সকালে চসিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। সভায় কাউন্সিলরবৃন্দ মঙ্গলবার রাতে বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

তাঁরা বলেন চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। কাউন্সিলরবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে নগরীর নালা-নর্দমা ও খাল পরিস্কারের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা নিরসনে উদ্যোগী হওয়ার দাবী জানান। সভায় কাউন্সিলরবৃন্দ বলেন জলাবদ্ধতার কারণে সৃষ্ট জনদুর্ভোগ লাঘবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিজস্ব শ্রমিক দিয়ে নগরীর প্রতিটি ওয়ার্ডে নালা-নর্দমা পরিস্কার করে নগরী জলাবদ্ধতা নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, নগরীর প্রধান খালসহ তিন ফুটের অধিক প্রশস্থ নালাগুলোর পরিস্কাররের দায়িত্ব সিডিএ”র। জলাবদ্ধতা নিরসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সাড়ে ৫হাজার কোটি টাকা দিয়েছে। বিগত দেড় বছর যাবৎ সিডিএ”র জলাবদ্ধতা প্রকল্প এর কাজ আশানুরুপ পরিলক্ষিত হচ্ছে না। বিধায় এ বছরও নগরীর জলাবদ্ধতার আশাংকা করছেন চসিক কাউন্সিলরবৃন্দ।

এ সময় কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, মো. আলী, এ এফ কবির আহমেদ মানিক, মো. গিয়াস উদ্দিন, শৈবাল দাশ সুমন, মোহাম্মদ জাবেদ, নাজমুল হক ডিউক, এস এম এরশাদুল্লাহ, গোলাম মোহাম্মদ জোবায়ের, হাসান মুরাদ বিপ্লব, মো. ইসমাইল বালী, মো. শফিউল আলম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, আবিদা আজাদ, মনোয়ারা বেগম মনি, আঞ্জুমান আরা বেগম, জেসমিনা খানম, ফেরদৌসী আকবর, লুৎফুন্নেছা দোভাষ উপস্থিত ছিলেন ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.