চট্টগ্রামে বাংলাদেশ বিমানের টয়লেটে মিলল ২৩ কেজি স্বর্ণ

0

সিটি নিউজঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বাংলাদেশ বিমানের টয়লেট থেকে মিলল প্রায় সাড়ে ২৩ কেজি স্বর্ণের বার। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের (বিজি ১২৮) টয়লেট থেকে ২৩ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে । যার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকার উপরে।

আজ সোমবার (৮ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানালেন শুল্ক ও গোযেন্দা বিভাগের একজম কর্মকর্তা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা ৫ মিনিটে আবুধাবি থেকে ফ্লাইটটি শাহ আমানতে অবতরণের পর আমরা তল্লাশি চালাই। এ সময় বিমানের টয়লেটের ব্যবহৃত টিস্যু ফেলার বিনে ২০০টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের বারগুলো কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো প্যাকেটের ভেতর স্ক্রু দিয়ে লাগানো ছিল। মোট ২৩ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ। বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।

এ ঘটনায় একজন ক্লিনারসহ দুইজনকে আটক করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.