হাঙ্গেরি পুলিশের আচরণে ক্ষুব্ধ জাতিসংঘ

0

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে শরণার্থীদের ওপর হাঙ্গেরি পুলিশের কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। গত বুধবারের এ ঘটনায় তিনি ‘মর্মাহত’ হয়েছেন বলেও উল্লেখ করেছেন। খবর বিবিসির।

সার্বিয়া হয়ে শত শত শরণার্থী হাঙ্গেরি সীমান্তে পৌঁছলে যথারীতি গত বুধবারও তাদের আটকে দেয় দেশটির পুলিশ। জার্মানিসহ অন্যান্য দেশে যেতে ইচ্ছুক শরণার্থীরা এ সময় কাঁটাতারের বেড়া ডিঙ্গানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা এ সময় তাদের লক্ষ্য করে গরম জল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

শরণার্থীরাও হাঙ্গেরি পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল ছুড়ে মারে। সংঘর্ষে উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে।

হাঙ্গেরি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। শরণার্থীরা শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করেছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে শরণার্থীর ঢল ঠেকাতে সার্বিয়া সংলগ্ন সীমান্ত বন্ধ করে দিয়েছে হাঙ্গেরি। ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয়ের জন্য যেতে চাওয়া শরণার্থীদের রুট হিসেবে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে না দেশটি। নানা সমালোচনা ও আহ্বানের পরেও দেশটির সরকার নিজেদের অবস্থান থেকে সরে আসেনি।

ইতোমধ্যে হাঙ্গেরি সরকারের এ আচরণের নিন্দা জানিয়েছে সার্বিয়া, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন রাষ্ট্র।

শরণার্থীরা মূলত হাঙ্গেরি-অস্ট্রিয়া হয়ে জার্মানিতে প্রবেশ করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.