ক্যান্টিনের জানালা ভেঙে মাছ-মাংস চুরি

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ক্যান্টিনের জানালা ভেঙে মুরগীর মাংস, মাছ, ডিম, হাড়িপাতিল সহ প্রায় ২০ হাজার টাকা মূল্যের জিনিস চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

ক্যান্টিন মালিক মো. অলী উল্লাহ বলেন, ক্যান্টিনের ফ্রিজ মাছ-মাংসে ভরপুর ছিল। কিন্তু রাতে কে বা কারা দোকানের জানালা ভেঙ্গে ফ্রিজ থেকে ১৫০টি মুরগী, ১০০টি রুই মাছ, ৩০০টি ডিম, ক্যান্টিনের প্রয়োজনীয় হাড়িপাতিল সহ ২০ হাজার টাকা মূল্যের জিনিস চুরি করে নিয়ে যায়।

তিনি বলেন, চোরেরা চেয়ার-টেবিলসহ সব জিনিসপত্র এলোমেলো করে গেছে। দোকানের হাড়িপাতিল সহ রান্নার প্রায় সব সামগ্রী নিয়ে গেছে।

অভিযোগ করে তিনি বলেন, কিছুদিন আগে এমন ঘটনা আরও দু’বার ঘটেছে। আমরা আইন বিভাগের ডিনসহ নিরাপত্তা দপ্তরে লিখিত অভিযোগ দিলেও কোন কাজ হয়নি।

এ বিষয়ে নিরাপত্তা দপ্তরের প্রধান মো. বজল হক (ভারপ্রাপ্ত) বলেন, চুরির কোন খবর আমরা পাইনি। কর্তব্যরত প্রহরীর সঙ্গে কথা বলে বিষয়টি দেখছি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.