সন্ত্রাসী দল থেকে জনমুখী দল হতে পারে বিএনপিঃ তথ্যমন্ত্রী

0

সিটি নিউজ ডেস্কঃ  তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন,  সন্ত্রাসী দল থেকে জনমুখী দল হতে পারে বিএনপি, এজন্য দরকার নেতৃত্বে পরিবর্তন।

আজ বুধবার (৮ মে) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত প্রীতিলতা ওয়াদ্দেদারের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে কেনা-বেচা শুরু হয়। খেলার মৌসুমের শুরুতে যেমন খেলোয়াড় কেনা-বেচা হয়, তেমনি বিএনপি ক্ষমতা দখলের আগে ক্ষমতার উচ্ছিষ্ট কেনা-বেচা করেছে। কিন্তু আদর্শবিহীন শুধু ক্ষমতার জন্য রাজনীতি টেকসই হয় না। এ কারণে আন্দালিভ রহমান পার্থ যেমন ২০ দল ছেড়েছেন, তেমনি আরও অনেকেই ২০-দলীয় জোট থেকে চলে যাবেন বলেই মনে হয়।

হাছান মাহমুদ বলেন, বিএনপির প্রধান তারেক রহমান, যিনি লন্ডন থেকে মাঠের কর্মীদের নির্দেশ দেন, তিনি দুর্নীতির দায়ে ১০ বছর সাজাপ্রাপ্ত, ২১ আগস্টে গ্রেনেড হামলায় অভিযুক্ত। তাঁর নেতৃত্বে কোনো দল পরিচালিত হওয়ার কথা নয়। তার নেতৃত্বেই বিএনপি আজ সন্ত্রাসী দল হিসেবে পরিচিত। নেতৃত্বে পরিবর্তন এনে সন্ত্রাসী দল থেকে জনমুখী দল হতে পারে বিএনপি। কারণ এই ধরনের নেতৃত্বে দল কখনো ক্ষমতায় আসে না।

তথ্যমন্ত্রী এ সময় ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিকন্যা চট্টগ্রামের প্রীতিলতা ওয়াদ্দেদারকে পরম শ্রদ্ধায় স্মরণ করে বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন পরিচালনা ও প্রাণ উৎসর্গ করার মধ্যেই জীবনের সার্থকতা।

স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য জাকির আহম্মেদের সভাপতিত্বে এ সভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু এবং আওয়ামী লীগের প্রচার উপকমিটির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আক্তার হোসেন, বলরাম পোদ্দার, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী জিন্নাহ, সহসভাপতি শেখ নওশের আলী, সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন টয়েল প্রমুখ বক্তব্য দেন।

এদিকে বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর অন্তিম যাত্রায় শ্রদ্ধা জানিয়েছেন তথ্যমন্ত্রী। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সুবীর নন্দীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

মন্ত্রী এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, কালজয়ী সংগীতশিল্পী সুবীর নন্দী দীর্ঘ অর্ধশত বছরের সংগীত জীবনে আড়াই হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্রেও অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তিনি।

এই গুণী শিল্পী চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একুশে পদকে ভূষিত হন। গানের মধ্য দিয়েই তিনি এ দেশের মানুষের মাঝে বেঁচে থাকবেন। মন্ত্রী প্রয়াত সুবীর নন্দীর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.