দাম নিশ্চিত করতে সরকার চাল আমদানী নিরুৎসাহিত করছেঃ ফরিদ মাহমুদ

0

সিটি নিউজঃ সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন, অর্থনীতির সুত্র অনুসারে চাহিদার অতিরিক্ত যোগান হলে ন্যার্যমূল্য পাওয়াটা কঠিন হয়ে যায়। আমাদের দেশে মজুদদার ফরিয়াদের দৌরাত্ম আজকের নয়। যুগ যুগ ধরে আমাদের এই সংকট মোকাবিলা করতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ধানের ন্যার্যমূল্য প্রাপ্তির নিশ্চিত করতে বিদেশ থেকে চাল আমদানী নিরুৎসাহিত করছে।

এজন্য তিনি চাল আমদানীর উপর ২৫ শতাংশ অতিরিক্ত কর নির্ধারণ করেছেন ।একটি মহল এ নিয়ে রাজনীতি করে ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত। হোপ ফাউন্ডেশনের উদ্যেগে মানসিক, বাক, দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখিত কথাগুলো বলেন। নগরীর হামজারবাগ রহমানিয়া স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি ইমরান সাইদ রবিন।

সাধারণ সম্পাদক হোসেন মনির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর শাহ আলম, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, উপদেষ্টা আরিফ মাইনুদ্দীন, যুবনেতা আশরাফুল গণি।

আলোচনায় অংশ নেন জনসংযোগ বিষয়ক কর্মকতা আসিফ রহমান বাবু, শিক্ষা বিষয়ক কর্মকতা ফারজানা ইয়াসমিন সীমা, অর্থ সম্পাদক মোঃ সোয়েব, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আরমান, সহ সাধারণ সম্পাদক তানিশা মুসতাকিন, সদস্যদের মধ্যে আরো ছিলেন মোঃ জাহিদ, তুষার, রেখা, নিশু, পিউ, তোহা, মীজান, আসিব, শশি খানম, আক্তারুজ্জামান খোকন, জয় দেব নাথ, রহমান, রিদয়, আমান, আরফান, মোঃ আরাফাত, জয়, সাজ্জাদ হোসেন, সাজ্জাদ খান, হুমাতুল, রুবেল, রীমা, রফিকুল ইসলাম, ইফিত সহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিবন্ধিদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সম্মানীত নেতৃবৃন্দ। নেতৃবন্দ এসময় হোপ ফাউন্ডেশন নানামুখি কল্যাণকর কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করেন। শেষে সকলে মিলে ইফতারে অংশ নেন ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.