চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ

0

সিটি নিউজ ডেস্ক :  চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৩০ মে আমাদের জাতীয় জীবনে খুবই শোকাবহ দিন। ১৯৮১ সালের এই কালো রাতে চট্টগ্রামের সার্কিট হাউসে কছু বিপথগামী সেনা সদস্যের হাতে শাহাদতবরণ করেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সততার প্রতীক।

তিনি স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন না। জাতি যখন নেতৃত্বশূন্য দিশেহারা তখনই জিয়াউর রহমান উজ্জ্বল নক্ষত্রের মতো আবির্ভূত হয়েছিলেন। তার নাম সরকার পাঠ্যপুস্তকসহ সকল স্থাপনা থেকে মুছে ফেলার অপচেষ্ঠা করলেও জিয়াউর রহমানের নাম এদেশের মানুষের হৃদয়ে। শহীদ জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি আজ ৩০ মে বৃহস্পতিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে নগরীর ২নং গেইট বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণকালে এ কথা বলেন।

এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা। আওয়ামী লীগের ব্যর্থতা থেকে জিয়াউর রহমানের জন্ম হয়েছে। যখন আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে, তখন জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেম ছিল সকল প্রশ্নের ঊর্ধ্বে। চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, বাংলাদেশ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক সংগে গাঁথা। দেশের প্রতিটি ক্রন্তিকালে বিদ্রোহী কবির ধুমকেতুর মতোই ত্রাতার ভূমিকায় জিয়াউর রহমানের আবির্ভাব ঘটেছিল।

পুষ্পস্তবক অর্পণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, ইয়াসিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, শাহেদ বক্স, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মো: ইদ্রিস আলী, সহ-শ্রম সম্পাদক আবু মুছা, নগর স্বে”ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, নগর বিএনপির সদস্য ইউসুপ সিকদার, নগর যুবদলের সহ-সভাপতি ম হামিদ, যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন, মো: এরশাদ উল্লাহ, নগর স্বে”ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, শোলক বহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসান ওসমান চৌধুরী, মো: আব্দুল জলিল, নগর যুবদল নেতা আসাদুর রহমান টিপু, মো: আলা উদ্দিন, মো: ইদ্রিছ, আনোয়ার হোসেন আনু, মো: সালাহ উদ্দিন, গুলজার হোসেন, মোহাম্মদ আলী সাকি, মহিউদ্দিন জুয়েল প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.