যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সোশাল মিডিয়ার তথ্য লাগবে 

0

সিটি নিউজ : এখন থেকে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে হলে আবেদনকারীদের সোশাল মিডিয়ার বিস্তারিত তথ্য জমা দিতে হবে। দেশটির পররাষ্ট্র দপ্তরের নতুন এই নিয়ম অনুযায়ী, যারা যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করবেন, তাদের ইন্টারনেটে সামাজিক যোগাযোগ বিভিন্ন মাধ্যমে ব্যবহৃত অ্যাকাউন্টের তথ্য এবং গত ৫ বছর ধরে ব্যবহার করছেন এমন ই-মেইল ঠিকানা ও ফোন নম্বরও জমা দিতে হবে।

তবে কূটনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের ভিসার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। তবে যারা যুক্তরাষ্ট্রে পড়ালেখা করতে বা বেড়াতে যেতে চান, তাদের সোশাল মিডিয়ার তথ্য দিতে হবে।

এছাড়া কেউ মিথ্যা তথ্য দিলে তাকে অভিবাসন আইনে ‘কঠোর ব্যবস্থার’ মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে পররাষ্ট্র দপ্তর। তবে কেউ যদি সোশাল মিডিয়া ব্যবহার না করেন, তাহলে তা উল্লেখ করার সুযোগ থাকবে ভিসা আবেদন ফরমে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.