পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমস্যা শিগগিরই সমাধান

0

ঢাকা: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির বিষয়টিকে সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি  বলেছেন, শিক্ষকদের সমস্যা শিগগিরই সমাধান হবে। শিক্ষকরা যে প্রস্তাব দিয়েছেন সরকার তাতে গুরুত্ব দিয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডের নিজ বাসায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এবং শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, শিক্ষকদের সঙ্গে শিক্ষা প্রসঙ্গ ও বিশ্ববিদ্যালয়েগুলোর সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছি। শিক্ষকদের সমস্য সমাধানে কমিটি করা হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর মন্ত্রিসভায় অষ্টম বেতন কাঠামো অনুমোদনের পর পদমর্যাদা এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলন করে আসছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকরা পৃথক বেতন কমিশন গঠনের দাবি করেন।

অর্থমন্ত্রীকে কমিটির প্রধান করে এই কমিটি গঠন করা হলে শিক্ষকরা তার বিরোধিতা করেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ ব্যাপারে স্যার নিজেই বলবেন, এটা আলোচনার বিষয় নয়।

প্রধানমন্ত্রী শিক্ষকদের বিষয়ে সহানুভূতিশীল জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আশা করি সমস্যা শিগগিরই সমাধান হবে। শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির সভাপতি ড. মো. এহসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির সভাপতি খবির উদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষক নেতারা বলেন, আমরা চাই শিক্ষকদের সমস্যার সম্মানজনক সমাধান হোক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.