ঈদে বাড়ি ফেরা শুরু

0

সিটিনিউজবিডি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিটের যাত্রা শুরু করেছে ঘরমুখো মানুষ।

কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষ ৫ দিনব্যাপী আগাম টিকিট বিক্রি করেছে। ২০ থেকে ২৪ সেপ্টেম্বরের টিকিট বিক্রি করা হয়েছে ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর। যারা ২০ সেপ্টেম্বরের টিকিট কিনেছেন তারা ভোর ৫টা ২০ মিনিট থেকে যাত্রা শুরু করেছেন। ট্রেন চলবে রাত ১১ টা ৫০ মিনিট পর্যন্ত। আজ মোট ১২৪ টি ট্রেন যাওয়া আসা করবে। বেলা ১১ পর্যন্ত মোট ২০টি ট্রেন ছেড়ে গেছে কমলাপুর স্টেশন থেকে।

একতা এক্সপ্রেস এক ঘণ্টা দেরিতে ছেড়েছে। অন্যান্য ট্রেনগুলোও ২০ থেকে ৩০ মিনিট দেরিতে ছাড়ছে। তবে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী এটাকে শিডিউল বিপর্যয় বলতে নারাজ। তিনি বলেন, আমাদের ১২৪ টি গাড়ির মধ্যে ১০ গাড়ি দেরিতে ছাড়লেও এটাকে শিডিউল বিপর্যয় বলা যায় না। কারণ বিভিন্ন জায়গায় যাত্রী উঠাতে নামাতে ২ মিনিট বরাদ্দ থাকলেও দেখা যায় ১০ থেকে ১৫ মিনিট দেরি হয়ে যায়। ফলে ট্রেনগুলো স্টেশনে পৌঁছে দেরি করে। তবে ট্রেন আসামাত্র ছেড়ে দেওয়া হয়। যাত্রীরা কোনো অভিযোগ না করে নিবিঘ্নে বাড়ি ফিরছে।

তিনি আরো বলেন, আপনাদের মাধ্যমে প্রত্যেক যাত্রীকে অনুরোধ করছি, যাতে কেউ ট্রেনের ছাদে না উঠে। আমরাও ছাদে উঠতে দেব না। তবে কাউকে তো আর জোর করা যাবে না অথবা গায়ে হাত তোলাও যাবে না। আজ অনেকেই দাঁড়িয়ে যাওয়ার জন্য টিকিট কাটছে বলে জানান তিনি।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে প্রতিদিন ২ লাখ ৫০ হাজার যাত্রী পরিবহণ করবে রেল। এ ছাড়া ঈদের আগের ৩ দিন (২২-২৪ সেপ্টেম্বর) এবং ঈদের পরের ৭ দিন (২৭ সেপ্টেম্বর -৩ অক্টোবর ) ৭ জোড়া স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হবে।

এ ছাড়া ঈদ পরবর্তী সময়ে অর্থাৎ ফিরতে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট রেল স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় ২৭ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট পাওয়া যাবে ২৩ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বরের টিকিট ২৪ সেপ্টেম্বরে, ২৯ ও ৩০ সেপ্টেম্বরের টিকিট ২৬ সেপ্টেম্বর এবং ১ অক্টোবরের টিকিট পাওয়া যাবে ২৭ সেপ্টেম্বর। একজন যাত্রী চারটির বেশি টিকিট কিনতে পারবেন না। ক্রয়কৃত টিকিট ফেরৎ দেওয়ার সুযোগও নেই।

ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি ও স্থানীয় পুলিশ, র্যা ব সদস্যরা যাত্রীদের নিরাপত্তায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।

তিনি জানান, এবার ঈদে সাত জোড়া স্পেশাল ট্রেন আগামী ২২ সেপ্টেম্বর থেকে চলাচল করবে । ‘এসব ট্রেনের মধ্যে রয়েছে দেওয়ানগঞ্জ স্পেশাল, চাঁদপুর স্পেশাল-১, চাঁদপুর স্পেশাল-২, পার্বতীপুর স্পেশাল, খুলনা স্পেশাল, শোলাকিয়া স্পেশাল-১ ও ২। এ ছাড়া অতিরিক্ত যাত্রী বহনে ১৯৯টি লোকোমটিভের সঙ্গে আরো ২৫টি ইঞ্জিন সরবরাহ করা হবে। দৈনিক ৮৮৬টি বগির সঙ্গে অতিরিক্তি ১৩৮টি বগি যুক্ত করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.