মেডিকেলে ভর্তির ফল প্রকাশ

0

সিটিনিউজবিডি : ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ফল প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার দুপুরে এ ফল প্রকাশ করা হয়।

গত ১৮ সেপ্টেম্বর মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনদিনের মাথায় ফল প্রকাশ হয়েছে। তবে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে আদালতে অভিযোগও জমা পড়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী বলেন, ‘মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তবে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ সম্মেলন করার কথা ছিল, তা হয়নি।’

প্রতিষ্ঠানটির ওয়েব সাইটে (http://www.dghs.gov.bd/index.php/bd/home/1471-2015-09-20-05-54-32) গিয়ে ফল দেখা যাবে। এ ছাড়া মুঠোফোনের ক্ষুদে বার্তায় (এসএমএস) এ পরীক্ষার ফল জানা যাবে।

এদিকে ফাঁস হওয়া প্রশ্নপত্রে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ এনে এ পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রীম কোর্টের এক আইনজীবী।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রবিবার সকালে রিট আবেদনটি করেন এ্যাডভোকেট ই্‌উনুছ আলী আকন্দ।

এর আগে শনিবার দুপুরে কুরিয়ার সার্ভিসে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও স্বাস্থ্য সচিব বরাবরে ওই নোটিশ পাঠান বলে জানান আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

তিনি দাবি করেন, যে প্রশ্নে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা হয়েছে, তার সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের মিল পাওয়া গেছে। ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই পরীক্ষা ২৪ ঘণ্টার মধ্যে বাতিলের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আইনি নোটিশে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পরবর্তীতে নতুন করে ভর্তি পরীক্ষা নিতে বলা হয়েছে।

নোটিশ অনুযায়ী ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে ওই দিনই জানান এই আইনজীবী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.